ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে আবাসিক এলাকায় অবৈধ চিনামাটির ডাস্ট কারখানা: ঝুঁকিতে জনস্বাস্থ্য

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
গাজীপুরে আবাসিক এলাকায় অবৈধ চিনামাটির ডাস্ট কারখানা: ঝুঁকিতে জনস্বাস্থ্য ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728

মোঃ মিন্টু মিয়া | জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের বিভিন্ন আবাসিক এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করেই গড়ে উঠছে একের পর এক অবৈধ কারখানা। এরই ধারাবাহিকতায় গাজীপুর মহানগরীর কড্ডা বাজার এলাকার একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় কোনো ধরনের সাইনবোর্ড ও বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে একটি চিনামাটির ডাস্ট কারখানা।

স্থানীয় সূত্রে জানা যায়, দিন-রাত অব্যাহতভাবে চিনামাটির পাথর ভাঙার ফলে সেখান থেকে নির্গত সাদা ধুলা বাতাসে মিশে পুরো এলাকা আচ্ছন্ন করে ফেলছে। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই ভেতরে কী ধরনের কার্যক্রম চলছে। কারখানাটিতে নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা।

এলাকাবাসীর অভিযোগ, কারখানার ধুলিকণায় ঘরের আসবাবপত্র, রান্নার খাবার এমনকি পানির মধ্যেও সাদা আস্তরণ জমে যাচ্ছে। সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। শ্বাসকষ্ট, কাশি, চোখে জ্বালা ও বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

একজন ভুক্তভোগী জানান, “সারাদিন জানালা বন্ধ রেখেও ধুলো আটকানো যায় না। বাচ্চারা সারাক্ষণ কাশছে। কারখানার মালিককে কিছু বললে উল্টো হুমকি দেয়।”

কারখানার ভেতরে গিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকরা কাজ করছেন। তাদের মুখে নেই কোনো মাস্ক, হাতে নেই গ্লাভস। এতে শ্রমিকদের স্বাস্থ্যও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, আবাসিক এলাকায় এভাবে চিনামাটির ডাস্ট উৎপাদন পরিবেশ আইন ও জনস্বাস্থ্য সুরক্ষা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া এমন কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা অবিলম্বে অবৈধ কারখানাটি বন্ধ করে জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
বিএনপির নির্বাচনী জনসভায় চেয়ার দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০

বিএনপির নির্বাচনী জনসভায় চেয়ার দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০