ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদী-৩ (শিবপুর) আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১ জনের স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 3, 2026 ইং
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১ জনের স্থগিত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728

আবুনাঈমরিপন : নরসিংদী প্রতিনিধি

নরসিংদী-৩ (শিবপুর) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন পরীক্ষা করা হয়। যাচাই শেষে শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।

বৈধ ঘোষণাপ্রাপ্ত প্রার্থীরা হলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মনজুর এলাহী, আবদুল মান্নান ভূইয়া পরিষদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ওয়ায়েজ হোসেন ভূইয়া, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা রাকিবুল ইসলাম, জাকের পার্টি মনোনীত প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান এবং ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী রায়হান মিয়া।

এদিকে জনতার দল মনোনীত প্রার্থী এনামুল হকের মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তিনি পরবর্তীতে আপিল করার সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও