ঢাকা | বঙ্গাব্দ

ভৈরবে কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত স্কুল শিক্ষিকা ফারজানা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2025 ইং
ভৈরবে কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত স্কুল শিক্ষিকা ফারজানা ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728

কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসার প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফারজানা আহমেদ সুমনার বিরুদ্ধে। নারী উদ্যোক্তা নিলুফা জাহান লিপি অভিযোগ করেছেন, ফারজানা তাকে ব্যবসায় পার্টনার হওয়ার আশ্বাস দিয়ে ধাপে ধাপে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) রাতে ভৈরব শহরের কমলপুর হাজী হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নিলুফা জাহান লিপি ও তার স্বামী মাসুম সরকার শিক্ষিকা ফারজানার প্রতারণার কৌশল তুলে ধরেন। এ সময় তারা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।

লিপির অভিযোগ, একই ভবনে বসবাসের সুবাদে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে “উৎসব গ্যালারি” ও “স্বপ্ন আউটলেট” নামে ব্যবসায় পার্টনারশিপের প্রলোভন দেখিয়ে ফারজানা তার কাছ থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নেন। প্রথমে আড়াই লাখ টাকার কাপড়, পরে বিভিন্ন অজুহাতে আরও ৩০ লাখ টাকা নেন। এরপর ৭০–৮০ লাখ টাকার অতিরিক্ত বিনিয়োগ দাবি করে ব্যাংক ঋণের আশ্বাস দিলেও টাকা ফেরত দেননি।

২০২৪ সালের ১৮ এপ্রিল ৭০ লাখ টাকার একটি চেক দিলেও সেটি ব্যাংকে জমা দিলে ডিজঅনার হয়। পরে লিপি আদালতে চেক ডিজঅনার মামলা (নং-৩৭১/২৫) দায়ের করেন। বর্তমানে তিনি ও তার পরিবার অভিযুক্ত ফারজানা ও তার স্বামীর হুমকির কারণে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানান।

অভিযোগের বিষয়ে ফারজানা আহমেদ সুমনা বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে।”

এদিকে ফারজানার পরিচালিত “স্বপ্ন আউটলেট” দোকানেও ব্যবসায়িক জটিলতা দেখা দেয়। চুক্তি ভঙ্গের অভিযোগে সম্প্রতি দোকান কর্তৃপক্ষ সেটি সিলগালা করে দেয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ