ঢাকা | বঙ্গাব্দ

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন আটক, ছাত্র-জনতার আন্দোলনে অচল রেলপথ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন আটক, ছাত্র-জনতার আন্দোলনে অচল রেলপথ ছবির ক্যাপশন:
ad728

কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন আটকে দিয়েছে ছাত্র-জনতা। বুধবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শুম্ভপুর রেলগেটে ট্রেন আটকাতে লাল কাপড় ব্যবহার করেন তারা।

সূত্র জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নাছিরাবাদ লোকাল ট্রেনের চালক দুপুর ১টা ২১ মিনিটে লাল কাপড় ও মানুষের ভিড় দেখে ট্রেন থামান। এ সময় ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল।

পরে ছাত্র-জনতা তাদের দাবি তুলে ধরার পর ট্রেনটি ছেড়ে যায়।

এই আন্দোলনে অংশ নেন ভৈরব উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাজিব, কুলিয়ারচর ছাত্রশিবিরের সভাপতি ইঞ্জিনিয়ার ফাহিম, ভৈরব গণ অধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল প্রমুখ।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ আহমেদ বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অবরোধকারীরা স্বেচ্ছায় অবরোধ ছেড়ে দেওয়ায় ট্রেন চলে গেছে।”


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস