ঢাকা | বঙ্গাব্দ

ডোমারে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
ডোমারে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
আপেল বসুনীয়া, ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় নিরাপদ খাদ্য উৎপাদন ও আধুনিক কৃষি বিপণন নিশ্চিতকরণের লক্ষ্যে ‘উত্তম কৃষি চর্চা’ (GAP) সার্টিফিকেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) ডোমার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ‘পার্টনার’ (PARTNER) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এই কর্মশালাটি সম্পন্ন হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শাহিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিয়া সুলতানা।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৬০ জন অগ্রগামী কৃষক অংশগ্রহণ করেন। এতে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে ফসল চাষাবাদে উত্তম কৃষি চর্চা অনুসরণ, কীটনাশকের পরিমিত ও সঠিক ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং আন্তর্জাতিক মানের GAP সার্টিফিকেশন অর্জনের প্রক্রিয়া সম্পর্কে কৃষকদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

উপস্থিত কৃষি কর্মকর্তারা জানান, আধুনিক ও রফতানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনে GAP সার্টিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেতে ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব