ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় অবৈধভাবে আবাদি জমি খনন: ভ্রাম্যমাণ আদালতের ৩০ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 20, 2026 ইং
নওগাঁয় অবৈধভাবে আবাদি জমি খনন: ভ্রাম্যমাণ আদালতের ৩০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি খননের দায়ে ভ্রাম্যমাণ আদালত একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। অভিযানে অনুমতি ছাড়া কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ভূমি ব্যবস্থাপনা ও প্রতিকার আইন-এর ১৩ ধারায় এই জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, অনুমতি ছাড়া কৃষিজমির উপরিভাগের মাটি কর্তন সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং কৃষিজমির উর্বরতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে নিয়মিতভাবেই এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ রনি ইসলাম

কমেন্ট বক্স
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি