ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযান: ২১ লক্ষ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2026 ইং
হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযান: ২১ লক্ষ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
স্টাফ রিপোর্টার: ইলিয়াস আলী মাসুক

হবিগঞ্জ: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মদ, গাঁজা এবং বিপুল পরিমাণ চশমা জব্দ করেছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) ভোরে জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির একটি বিশেষ টহলদল শুক্রবার ভোর আনুমানিক ৫টার সময় সীমান্ত এলাকা থেকে ৩ কিলোমিটার অভ্যন্তরে আমু চা বাগানের ডান্ডা গেট এলাকায় অবস্থান নেয়। এসময় একদল চোরাকারবারীকে ভারত থেকে বস্তা নিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চশমা জব্দ করা হয়।

একই দিনে পৃথক আরও দুটি অভিযানে মাধবপুর উপজেলার মনতলা ও হরিণখোলা বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে ১ কিলোমিটার অভ্যন্তরে কমলপুর নামক স্থানে তল্লাশি চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৬ বোতল ভারতীয় মদ এবং ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিজিবির দেওয়া তথ্যমতে, জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ২১ লক্ষ টাকা।

৫৫ বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং ভারতীয় চশমা কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। একইসাথে মাদক ও চোরাচালান প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছে ৫৫ বিজিবি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব