ঢাকা | বঙ্গাব্দ

ভৈরবে মোবাইল দোকানিকে ফাঁসানোর চেষ্টা: অজ্ঞাত মহিলার ‘সিন্ডিকেট-ধাঁচের’ চক্রান্তের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 3, 2025 ইং
ভৈরবে মোবাইল দোকানিকে ফাঁসানোর চেষ্টা: অজ্ঞাত মহিলার ‘সিন্ডিকেট-ধাঁচের’ চক্রান্তের অভিযোগ ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728
কিশোরগঞ্জের ভৈরব বাজারে রাজা টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক মোঃ আলীরাজাকে ফাঁসানোর উদ্দেশ্যে এক অজ্ঞাত মহিলার সুপরিকল্পিত প্রতারণাচেষ্টা ও চক্রান্তের অভিযোগ উঠেছে।

আজ দুপুর ১২টা ০৭ মিনিটে এক অজ্ঞাতপরিচয় মহিলা দোকানে প্রবেশ না করে বাইরে দাঁড়িয়েই দোকানিকে ডাকেন। তিনি হঠাৎ রিগান টেলিকমের একটি ভিজিটিং কার্ড দেখিয়ে “এই দোকানের মালিকের কাছে যেতে” বলেন। পরে তার হাতে থাকা পুরনো একটি itel Vision 1s ফোন নিয়ে অস্বাভাবিক আচরণ শুরু করেন।

এ সময় পাশের দোকান চায়না টেলিকম–এর এক ব্যক্তি এসে দাবি করেন—মহিলাটি কয়েক মাস আগে রাজা টেলিকম থেকে ১২ হাজার টাকায় এই ফোনটি কিনেছেন। অথচ ফোনটি বাজারে আসে চার বছর আগে (২০২০), এবং সেটির অবস্থা অত্যন্ত জীর্ণশীর্ণ। দোকানি ক্যাশ মেমো, বক্স বা ক্রয়স্লিপ চাইলে মহিলা আপত্তি জানান। এমনকি ফোনের আইএমইআই নম্বর মিলিয়ে দেখার আগেই তিনি দোকানির হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনাটি প্রত্যক্ষ করা স্থানীয় ব্যবসায়ীরা এটিকে স্পষ্ট প্রতারণার ইঙ্গিত বলে মন্তব্য করেন। উপস্থিত সবার প্রশ্ন—“এ অবস্থার ফোন কেউ ৫০০–১০০০ টাকায়ও কিনবে না, তাহলে তিনি ১২ হাজার টাকার দাবি করছেন কীসের ভিত্তিতে?”

পরে রিগান টেলিকমে গিয়ে দেখা যায়—একই মহিলা সেখানে উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি করছেন। দোকানের মালিকরা বিষয়টি সন্দেহজনক মনে করে প্রতারক সিন্ডিকেটের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে মন্তব্য করেন।

রাজা টেলিকমের মালিক মোঃ আলীরাজা বলেন—
“ওই মহিলাকে আমি চিনি না, তাকে কখনো ফোন বিক্রিও করিনি। বিষয়টি সম্পূর্ণ সাজানো নাটক। আমাকে হয়রানির উদ্দেশ্যেই এটি করা হয়েছে।”

ঘটনার সময় ভৈরব প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মোঃ রিয়াজ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং ব্যবসায়ীদের আইনগত সহায়তার পরামর্শ দেন।

আলীরাজার ভাই মোঃ মাহি রাজা অভিযোগ করেন—
“দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি আমাদের দোকান বন্ধ করানোর চেষ্টা করছে। মারধর, ভাঙচুর ও লুটের হুমকি দেওয়া হয়েছে। আজকের ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ।”

ব্যবসায়ীদের মত—এটি একটি পরিকল্পিত সিন্ডিকেট চক্রের কাজ, যারা বাজারের নির্দিষ্ট দোকানিকে ফাঁসাতে চেয়েছিল।
ঘটনার সম্পূর্ণ ভিডিওফুটেজ দোকানির কাছে সংরক্ষিত রয়েছে এবং 
স্থানীয় কিছু ব্যক্তিবর্গের থেকে বিস্তারিত তথ্য জানা যায় যে উক্ত অজ্ঞাতনামা সিন্ডিকেট ধারী মহিলাটি এর আগেও অনেক ব্যক্তিদের হয়রানি মুল্লুক জিম্মি করে এ ধরনের অপকর্ম চালিয়ে আসছে। 

অতঃপর, ব্যবসায়ী মোঃ আলী রাজা স্থানীয় ব্যক্তিবর্গদের কাছে বিনীত অনুরোধ করেন যে কেউ যদি এ মহিলাকে চিনে থাকেন অথবা তার দ্বারা কোন ব্যাক্তি প্রতারিত হয়ে থাকেন তাহলে অতি শীঘ্রই তার সাথে যেন যোগাযোগ করেন। 

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবসায়ীদের নিরাপত্তায় প্রশাসনের কার্যকর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : আলী রাজা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কিশোরগঞ্জের বিএনপির নেতা এডঃ ফয়জুল করিম আওয়ামীলীগে যোগদান কর

কিশোরগঞ্জের বিএনপির নেতা এডঃ ফয়জুল করিম আওয়ামীলীগে যোগদান কর