ঢাকা | বঙ্গাব্দ

পল্টন ট্র্যাজেডি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শিবিরের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2025 ইং
পল্টন ট্র্যাজেডি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায়  শিবিরের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728
২৮ অক্টোবর ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) শহরের একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা, থানা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত সেই মর্মান্তিক হত্যাযজ্ঞ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক কালো অধ্যায়।

তারা বলেন, রাজনৈতিক মতভেদকে কেন্দ্র করে প্রকাশ্যে যেভাবে নিরীহ কর্মীদের পিটিয়ে হত্যা করা হয়েছিল, তা মানবতার জন্য কলঙ্কজনক।

বক্তারা আরও বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামি আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে দেশপ্রেম, ত্যাগ ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

আলোচনা শেষে ২৮ অক্টোবর পল্টনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় জেলা শিবির সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : তানভীর ভুঁইয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিস ইনফরমেশন ছাড়া কোনো কনটেন্ট অপসারণ চাওয়া হয়নি: অন্তর্বর্ত

মিস ইনফরমেশন ছাড়া কোনো কনটেন্ট অপসারণ চাওয়া হয়নি: অন্তর্বর্ত