গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ এর আওতায়
কমিশনার রোড, এলাকায় ১টি ২৫০কেভিএ ট্রান্সফরমার, গতকাল রাত আনুমানিক ৩:০০ পর চুরি হয়েছে। পুলিশ প্রশাসন, গোপালগঞ্জ, তদন্তের জন্য ঘটনা স্থলে পরিদর্শন করেন। কমিশনার রোড, বাকচীবাড়ি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। অতি দ্রুত চালু করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
গোপালগঞ্জ ওজোপাডিকো প্রধান উপ সহকারী প্রকৌশলী সম্মানিত গ্রাহকগণের নিকট অনুরোধ করেন রাতে কোথাও ট্রান্সফরমার উঠা নামা বা দীর্ঘ সময় ফিডার বন্ধ থাকলে পেইজ এ উল্লেখিত মোবাইল ফোনে জানাতে পারেন।
বিদ্যুৎ সেবা সংক্রান্ত অভিযোগ তথ্য প্রদান ::
গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো,
সেবা কেন্দ্র, পাওয়ার হাউজ, গোপালগঞ্জ।
মোবাইল :01612995613
টেলিফোন:02478821624
কল সেন্টার:১৬১১৭ অথবা ০৯৬১০০১৬১১৭
টাউন ফিডার ও সার্কিট হাউস ফিডার:
উপ সহকারী প্রকৌশলী -০১৭০০৭০৯৯১৮
বিসিক ও মিয়াপাড়া ফিডার:
উপ সহকারী প্রকৌশলী -০১৭০০৭০৯৯১৯
মোহাম্মদ পাড়া, মেডিকেল কলেজ ও ভার্সিটি ফিডার:
উপ সহকারী প্রকৌশলী -০১৭০০৭০৯৯২০
লুৎফর শিকদার