ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2025 ইং
বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের রিরিকাড়ি ব্রিজ সংলগ্ন নতুন পাড়া এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ফাহিম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার(২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহত ফাহিম পূর্ব পুঁইছড়ি ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সাইফুল ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম সকালে রিরিকাড়ি ব্রিজের পাশে খেলা করছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান (নম্বর: অনির্ধারিত) তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে এবং চালককে আটক করেছে বলে নিশ্চিত করেছেন বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) জাহান হোসেন। 

তিনি বলেন, “দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ওই সড়কে দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতিতে গাড়ি চলাচল করছে, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসী দ্রুত গতিনিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ ও স্থায়ী পুলিশ টহলের দাবি জানিয়েছে।

এদিকে শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

নিউজটি পোস্ট করেছেন : মোনতাহেরুল হক

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল