ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে ভুয়া সংবাদিক পরিচয়ে চাঁদাবাজি- দুই ব্যক্তি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
গোপালগঞ্জে ভুয়া সংবাদিক পরিচয়ে চাঁদাবাজি- দুই ব্যক্তি আটক ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (২ ডিসেম্বর) বেলা ১ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

স্থানীয় দোকানদারদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে দু’জন ব্যক্তি বেকারি, মিষ্টির দোকান ও রেস্টুরেন্টে গিয়ে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে কৌশলে চাঁদা আদায় করছিল। অভিযোগের পর সেনাবাহিনীর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. মনিরুল (৩৬) ও হাকিম (৪২)। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ৪৬২০ টাকা, সাংবাদিক লেখা দুটি আইডি কার্ড পাওয়া গেছে। 

আটকের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : লুৎফর শিকদার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কিশোরগঞ্জের বিএনপির নেতা এডঃ ফয়জুল করিম আওয়ামীলীগে যোগদান কর

কিশোরগঞ্জের বিএনপির নেতা এডঃ ফয়জুল করিম আওয়ামীলীগে যোগদান কর