আব্বাস উদ্দিন | জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গণভোট, পোস্টাল ভোট এবং নির্বাচন আচরণবিধি সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করতে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন, সরাইলের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আবু বকর সরকার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নৌশাদ মাহমুদ, সউক এমডি মমিন হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু ছায়েদসহ অন্যান্য বক্তারা।
বক্তারা গণভোট ও পোস্টাল ভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, ভোটারদের সচেতন করতে সমন্বিত প্রচার কার্যক্রম জোরদার করতে হবে। সভায় প্রধান অতিথি বলেন, গণভোট ও পোস্টাল ভোট সম্পর্কে জনগণকে অবহিত করতে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ আয়োজন, মসজিদের ইমামদের মাধ্যমে জুমার খুতবায় আলোচনা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে পাড়া-মহল্লায় মতবিনিময় সভা, এনজিও এবং উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে ব্যাপক প্রচার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সাংবাদিক সংগঠনের সংবাদকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দৈনিক চ্যানেল দিগন্ত