ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে ধানের শীষের প্রচারণায় উৎসবমুখর পরিবেশ: বিপুল ভোটে জয়ের আশা নেতাকর্মীদের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
রূপগঞ্জে ধানের শীষের প্রচারণায় উৎসবমুখর পরিবেশ: বিপুল ভোটে জয়ের আশা নেতাকর্মীদের ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সমর্থনে রূপগঞ্জে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকেলে গোলাকান্দাইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই প্রচার কার্যক্রম চালানো হয়।
এদিন বিকেলে ডহরগাঁও স্ট্যান্ড, পশ্চিমপাড়া, পূর্বপাড়া, মধ্যপাড়া, মসজিদপাড়া, বাগানবাড়ি ও ডহরগাঁও বাজারসহ বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশে ভোটারদের দ্বারে দ্বারে যান নেতাকর্মীরা। লিফলেট বিতরণের পাশাপাশি ভোটারদের কাছে এলাকার সামগ্রিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রচারণায় উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ খোকন মিয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, ইউনিয়ন বিএনপির সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ স্বপন মিয়া এবং ৮ নং ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আক্কাস আলীসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
গণসংযোগকালে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ খোকন মিয়া বলেন, "বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে মাঠে নেমেছি। আগামী ১২ই ফেব্রুয়ারি আমাদের প্রিয় নেতা দিপু ভাইয়ের পক্ষে ধানের শীষে ভোট দিতে সাধারণ মানুষের মাঝে যে স্বতঃস্ফূর্ত সাড়া ও আনন্দ পরিলক্ষিত হচ্ছে, তাতে প্রমাণ হয় এ দেশের মানুষ বিএনপিকে কতটা ভালোবাসে। আমরা বিশ্বাস করি, রূপগঞ্জের মানুষ এবার বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষকে বিজয়ী করবে।"

নেতাকর্মীরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর ভোটাররা এবার নিজেদের পছন্দমতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা এলাকায় একটি উৎসবের আমেজ তৈরি করেছে। ডহরগাঁও বাজার এলাকায় প্রচারণা চলাকালে সাধারণ ভোটারদের পক্ষ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া মিলেছে। বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, ১২ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে মানুষ নীরব বিপ্লব ঘটাবে এবং একটি সমৃদ্ধ রূপগঞ্জ গড়তে দিপু ভাইকে নির্বাচিত করবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার স্ত্রী

বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার স্ত্রী