ঢাকা | বঙ্গাব্দ

ভোলাহাট জামবাড়ীয়া ইউনিয়নে বালাইনাশক দোকানে অভিযান, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে ধ্বংস

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2025 ইং
ভোলাহাট জামবাড়ীয়া ইউনিয়নে বালাইনাশক দোকানে অভিযান, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে ধ্বংস ছবির ক্যাপশন: দৈনিক দিগন্তরেখা
ad728
ভোলাহাট উপজেলার ৪ নং জামবাড়ী ইউনিয়নের আজ সকালে বিভিন্ন বালাইনাশক দোকানে অভিযান চালিয়েছে কৃষি বিভাগ। অভিযানে একাধিক দোকান থেকে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ বালাইনাশক উদ্ধার করা হয়। পরে জব্দকৃত এসব বালাইনাশক জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদুর রহমান। এ সময় তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও নিরাপদ কৃষি উৎপাদন নিশ্চিত করতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এসব ক্ষতিকর পণ্য ব্যবহারে ফসলের ক্ষতি তো হয়ই, পাশাপাশি পরিবেশ ও মানবস্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব পড়ে।

তিনি আরও জানান, ভবিষ্যতে কোনো দোকানে ভেজাল বা মেয়াদোত্তীর্ণ বালাইনাশক পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানের সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে কৃষিতে ভেজাল পণ্যের ব্যবহার কমবে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সহায়ক হবে।

নিউজটি পোস্ট করেছেন : শামীম রেজা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুলিয়ারচরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

কুলিয়ারচরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত