ঢাকা | বঙ্গাব্দ

পশ্চিম বাকলিয়া আংশিক সমাজ কমিটির অফিস কক্ষ নির্মাণ কাজের উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
পশ্চিম বাকলিয়া আংশিক সমাজ কমিটির অফিস কক্ষ নির্মাণ কাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
ad728

রিপোর্টার: রেজাউল মোস্তফা, চট্টগ্রাম।

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়া আংশিক সমাজ কমিটির অফিস কক্ষ নির্মাণ কাজের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব কর্নেল (অব.) মোহাম্মদ ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ-সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহাসচিব ও সমাজসেবক আলহাজ্ব সিরাজ মিয়া খোন্দকার এবং ডা. মোহাম্মদ করিম।

প্রধান অতিথি আলহাজ্ব কর্নেল (অব.) মোহাম্মদ ইকবাল বলেন,
“এই অফিস কক্ষটি আমাদের সমাজের ঐক্য, সহযোগিতা ও উন্নয়নের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।”

সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন,
“নিজস্ব একটি গোছানো অফিস থাকার স্বপ্ন আমরা অনেক দিন ধরে লালন করেছি। আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। সমাজের উন্নয়ন ও কল্যাণে সবাই এখান থেকে একসঙ্গে কাজ করতে পারবে।”
তিনি সমাজ কমিটিকে জায়গাটি হস্তান্তর করার জন্য মোতোয়াল্লি জনাব ফরিদ আহমেদকে ধন্যবাদ জানান।

মহাসচিব আলহাজ্ব সিরাজ মিয়া খোন্দকার বলেন,
“যারা জমি, অর্থ ও মানসিক সাহস দিয়ে আমাদের সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

অনুষ্ঠানে কমিটির সম্পাদক, সদস্য ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তাদের অবদান স্মরণ করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হুমায়ুন কবির শরিফের শোক প্রকাশ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হুমায়ুন কবির শরিফের শোক প্রকাশ