ঢাকা | বঙ্গাব্দ

দেহ ব্যবসা, মাদক সহ নানান অপকর্মের ঘাঁটি হোটেল সংগীতা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2025 ইং
দেহ ব্যবসা, মাদক সহ নানান অপকর্মের ঘাঁটি  হোটেল সংগীতা ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728
খুলনা নগরীর রেলওয়ে স্টেশন সংলগ্ন সঙ্গীতা সিনেমা হলের অংশবিশেষ ‘হোটেল সংগীতা’ এখন রীতিমতো অপরাধ জগতের আখড়ায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এখানে চলছে রমরমা দেহ ব্যবসা, মাদক সেবন ও বেচাকেনা—যার নিয়ন্ত্রণে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র।

অভিযোগ রয়েছে, হোটেলটির কক্ষে উঠতি ও প্রাপ্তবয়স্ক তরুণীদের ব্যবহার করে চলে যৌন বাণিজ্য। পাশাপাশি মাদকাসক্তদের জন্য এখানে পাওয়া যায় নানা প্রকার নেশাজাত দ্রব্য। স্থানীয় সূত্রের দাবি, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় দীর্ঘদিন ধরেই এই অপকর্ম চালিয়ে আসছে চক্রটি।

অপরাধ জগতের সদস্য ও মাদক ব্যবসায়ীদের জন্য ‘হোটেল সংগীতা’ এখন নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। অতিথিদের কাছ থেকে নেওয়া হয় না কোনো জাতীয় পরিচয়পত্র—সামান্য টাকার বিনিময়েই ভাড়া দেওয়া হয় কক্ষ। ভেতরে চলে মাদক সেবন, ব্যবসা, এমনকি অস্ত্র লেনদেনের মতো গুরুতর অপরাধও।

খুলনার শিল্প অবকাঠামো ধীরে ধীরে হারিয়ে গেলেও শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য আবাসিক হোটেল। এসব হোটেলকে ঘিরে চলছে নানা অনৈতিক কর্মকাণ্ড। এমনকি অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীদের জন্যও গোপনে দেওয়া হচ্ছে ‘প্রাইভেট রুম’। দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন নারীকে প্রতারণার ফাঁদে ফেলে এসব হোটেলে নিয়ে আসা হচ্ছে বলেও জানা গেছে।

বিশেষজ্ঞদের মতে, খুলনায় গড়ে ওঠা এসব অবৈধ হোটেল সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও হোটেলগুলোর লাইসেন্স যাচাই জরুরি। প্রতিটি আবাসিক হোটেলকে মনিটরিংয়ের আওতায় না আনলে মাদক ও দেহ ব্যবসার এই বিস্তার রোধ করা কঠিন হবে।

নিউজটি পোস্ট করেছেন : কাজী রায়হান তানভীর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি