ঢাকা | বঙ্গাব্দ

বেতাগী আস্তানা শরীফে ফ্রি মেডিকেল ক্যাম্প: তিন সহস্রাধিক মানুষ পেলেন চিকিৎসা সেবা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
বেতাগী আস্তানা শরীফে ফ্রি মেডিকেল ক্যাম্প: তিন সহস্রাধিক মানুষ পেলেন চিকিৎসা সেবা ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
রেজাউল মোস্তফা, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহাসিক দরবার-এ বেতাগী আস্তানা শরীফে দিনব্যাপী বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেতাগী আনজুমানে রহমানিয়া, লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি এবং ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার- আইওয়াইসিএম-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে ৩ হাজারের অধিক অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই ক্যাম্পে ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, গাইনি, চক্ষু, চর্ম, শিশু, নাক-কান-গলা, সার্জারি, অর্থোপেডিক, নেফ্রোলজি ও কার্ডিওলজিসহ বিভিন্ন বিভাগে চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া বিনামূল্যে খতনা, কর্ণছেদন ও রক্ত পরীক্ষা (ব্লাড গ্রুপিং) সেবাও দেওয়া হয়।

উপমহাদেশের ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রপথিক ও আধ্যাত্মিক সাধক আল্লামা হযরত ক্বারী হাকিম হাফেজ মুহাম্মদ বজলুর রহমান মোহাজেরে মক্কী (রহ.)-এর বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল এবং বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৯তম বার্ষিক সম্মেলন উপলক্ষে এই বিশেষ কর্মসূচি পালিত হয়।

বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির লায়ন মিজানুল করিম, লায়ন আবু হানিফ লিটন, লায়ন মুরাদুল হক ও লায়ন মোহাম্মদ সোলায়মান। আরও উপস্থিত ছিলেন আইওয়াইসিএম চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জয়নুল আবেদীন, লিও ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ ওমর হায়দারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ক্যাম্পে চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন ইউএসটিসি-এর নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নূর উদ্দিন জাহেদ। তাঁর নেতৃত্বে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক টিম এবং লায়ন্স চক্ষু হাসপাতাল ও কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিনিধিরা নিরলসভাবে সেবা প্রদান করেন। পুরো কর্মসূচিটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট ও আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার এর প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান।

উল্লেখ্য, আধ্যাত্মিক সাধক আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহ.)-এর নামে প্রতিষ্ঠিত বেতাগী আনজুমানে রহমানিয়ার মাধ্যমে বর্তমানে ৩৫টি ধর্মীয় ও সেবামূলক প্রতিষ্ঠান ও কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ