গত ২২ নভেম্বর, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাস্তার পাশে থাকা দুটি দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি মাছবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সোজাসুজি দোকানের ওপর আছড়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানটি বিপুল পরিমাণ মাছ নিয়ে ঢাকা যাচ্ছিল। বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় হঠাৎ সামনে চলে আসা একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপ চালক দ্রুত ব্রেক করেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি প্রধান সড়ক থেকে ডানদিকে বেঁকে গিয়ে সরাসরি রাস্তার পাশে থাকা দুটি দোকানের ওপর আছড়ে পড়ে।
দুর্ঘটনার ফলে পিকআপ ভ্যানটির সামনের অংশ গুরুতর ক্ষতিগ্রস্ত হয় এবং সমস্ত মাছ রাস্তায় নিচে পড়ে যায়। তবে, গাড়িটি প্রধান সড়ক থেকে পুরোপুরি সরে গিয়ে দোকানের ওপর আঘাত হানায়, দুর্ঘটনার কারণে প্রধান সড়কের ওপর দিয়ে যান চলাচলে কোনো বড় ধরনের প্রভাব পড়েনি।
ক্ষতিগ্রস্ত হওয়া দোকান দুটির মধ্যে একটি ফলের দোকান ও একটি সেলুন রয়েছে। উভয় দোকানেরই সামনের অংশ সম্পূর্ণ ভেঙে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অত্যন্ত সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো লোক হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার সময় দোকান দুটি প্রায় ফাঁকা ছিল। শুধুমাত্র পিকআপ ভ্যানটির চালক আঘাতপ্রাপ্ত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। জানা গেছে, তার আঘাত গুরুতর নয়।
দুর্ঘটনার পর পরই স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। তারা আহত চালকের চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি সড়কে পড়ে থাকা মাছ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সহযোগিতা করেন। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিগ্রস্ত দোকানের ক্ষতিপূরণ দাবি করেছেন এবং ঘনবসতিপূর্ণ বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক ব্যবস্থা জোরদার করার আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপ চালকের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি স্পষ্ট হয়েছে। চালকের চিকিৎসার পাশাপাশি পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত পিকআপটি সরিয়ে নেওয়ার কাজ চলছে।
মোঃ ভেলু মিয়া