ঢাকা | বঙ্গাব্দ

সাভারে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2026 ইং
সাভারে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী কার্যালয় উদ্বোধন ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
সাভার প্রতিনিধি: মোঃ হিরন চৌধুরী

সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডে গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী পরিচালনা অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর-এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইউনুস আলী, সহ-সভাপতি ক্বারি মোঃ ইব্রাহিম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক আ. লতিফ, সহ-অর্থ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মাওলানা মোঃ ওয়াহিদুজ্জামান, শিল্প ও বাণিজ্য সম্পাদক মোঃ লিটন এবং সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন।

ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা জেলা উত্তর-এর সভাপতি মুফতি মোঃ মঈনউদ্দীন আহমদ অনুষ্ঠানে বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাভার পৌরসভার সেক্রেটারি মোহাম্মাদ মিজানুর রহমান, ইসলামী যুব আন্দোলন সাভার পৌরসভার সভাপতি মোঃ বিল্লাল হোসেন এবং মুজাহিদ কমিটির সদর মাওলানা আব্দুল হক সাহেবসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধন শেষে উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যালয়টির শুভ সূচনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ