পঞ্চগড় প্রতিনিধি
মোঃ আদর আলী
পঞ্চগড় শহরের চৌরঙ্গী থেকে ব্যারিস্টার বাজার পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ ৩০ নভেম্বর বিকেলে শিংপাড়া এলাকায় সড়কের পাশ থেকে বিদ্যুতের পোল অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাইমুজ্জামান।
মোট ৪৯ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কটি আধুনিক চার লেনে নির্মিত হবে। সড়কের মাঝখানে ডিভাইডার থাকবে, যা যান চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করবে।
জেলা প্রশাসক জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের এই গুরুত্বপূর্ণ অংশের চিত্র বদলে যাবে এবং চলমান যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তিনি আরও বলেন,
“আমি পঞ্চগড়ে যোগদানের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছি। সবার প্রত্যাশার তালিকায় এক নম্বরেই ছিল এই চার লেন সড়কের কাজটি দ্রুত শুরু করা।”
প্রকল্পের কাজ আগামী কয়েক মাসের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি অর্জন করবে বলে আশা করা হচ্ছে।
দৈনিক চ্যানেল দিগন্ত