ঢাকা | বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হুমায়ুন কবির শরিফের শোক প্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 31, 2025 ইং
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হুমায়ুন কবির শরিফের শোক প্রকাশ ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: আলমগীর পাঠান

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন কবির শরিফ।

এক শোকবার্তায় হুমায়ুন কবির শরিফ বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিসংবাদিত নেত্রী। দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “দেশ ও জাতি আজ একজন সাহসী, ত্যাগী ও আপোষহীন নেত্রীকে হারালো, যা কখনো পূরণ হওয়ার নয়।”

শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং অগণিত অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন, যেন তিনি বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—আমিন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের