মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুরে সমবায় দলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯-নওগাঁ-৪ মান্দা আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু। এছাড়া উপস্থিত ছিলেন মান্দা উপজেলা সমবায় দলের সভাপতি এম এ মতিন মুরাদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে পরানপুর ইউনিয়নের বিএনপি ও সর্বস্তরের মানুষের উপচে পড়া উপস্থিতি ছিল। বক্তব্যে ডাঃ ইকরামুল বারী টিপু দেশবাসীর কাছে আকুল আবেদন জানিয়ে বলেন— আগামীকাল শুক্রবার আল্লাহর কাছে সকলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন।
অনুষ্ঠান শেষে ডাঃ ইকরামুল বারী টিপু নিজেই দোয়া পরিচালনা করেন।
মোঃ রনি ইসলাম