ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের ছোটজামবাড়ীয়া দারুসসুন্নত ফারুকিয়া নূরানী মাদরাসায় অভিভাবক সভা ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১/১২/২০২৫ইং) সকালে মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফাজ উদ্দিন মিয়া, চেয়ারম্যান, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ।
আরও উপস্থিত ছিলেন ডাঃ শাহ মোঃ মোখতার আহমেদ, প্রফেসর, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জিয়াউর রহমান মিলন, প্রফেসর, জামবাড়ীয়া ডিগ্রি কলেজ।
এছাড়াও উপস্থিত ছিলেন মামুনুর রশিদ হুজুর, শিক্ষক, জামবাড়ীয়া দারুসুন্নাত দাঃ মাদরাসা, মাদরাসার অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ ও ছাত্রছাত্রীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। বর্তমান ফেতনা ও ফাসাদের এই যুগে এ ধরনের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম উম্মাহর জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহা নিয়ামত। তাঁরা আরও বলেন, প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তানদের প্রাথমিক ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে এ ধরনের প্রতিষ্ঠানে ভর্তি করানো।
অনুষ্ঠান শেষে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
শামীম রেজা