গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘স্বচ্ছতা’ নামক স্থানে সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান (উপসচিব)।
সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুভিন ওয়াহিদ, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, জেলা এনএসআই’র উপ-পরিচালক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, জেলা কমান্ড্যান্ট (বিভিএমএস) মুজিবুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোঃ মামুনুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীসহ অন্যান্য কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সভায় নবাগত জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, জনগণের সেবক হিসেবে এ জেলায় কাজ করতে পেরে আমরা গর্বিত। আমরা চাই গোপালগঞ্জে অপরাধের হার ৫ শতাংশের বেশি না হয় এবং সকলের সহযোগিতায় জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই।
এছাড়া তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে জেলা প্রশাসন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের ফেসবুক পেজে জানাতে অনুরোধ করা হয়।
লুৎফর শিকদার