ঢাকা | বঙ্গাব্দ

দশমিনায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
দশমিনায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728
পটুয়াখালীর দশমিনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) দের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। 

মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন বাঁশবাড়িয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক কাজী মাহাবুব আলম, বহরমপুর ইউনিয়নের শাহবাজ হোসেন, রনগোপালী ইউনিয়নের মো. বশার, সানকিপুর ইউনিয়নের নয়ন মন্ডল, দশমিনা সদর ইউনিয়নের জিএম শাহাবুদ্দিন, আলীপুর ইউনিয়নের সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীরা। 

তারা অভিযোগ করেন—বিগত ক্ষমতাচ্যুত সরকার আশ্বাস দিলেও নিয়োগবিধি বাস্তবায়ন করেনি। বর্তমান সরকারের প্রতি দাবি, দ্রুত নিয়োগবিধি বাস্তবায়ন করা হোক। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মান্দায় বাসের চাপায় কারারক্ষী নিহত

মান্দায় বাসের চাপায় কারারক্ষী নিহত