ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে পানিতে ডুবে অজ্ঞাত তরুণীর মৃত লাশ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
কুলিয়ারচরে পানিতে ডুবে অজ্ঞাত তরুণীর মৃত লাশ উদ্ধার ছবির ক্যাপশন: প্রতীকী
ad728
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় পানিতে ডুবে আনুমানিক ২০ বছর বয়সী এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সালুয়া ইউনিয়নের মাছিমপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে স্থানীয়রা তরুণীর ভাসমান লাশ দেখতে পান। পরে খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তরুণীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাবশত পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়েছে।

পুলিশ এখনও মৃত তরুণীর পরিচয় নিশ্চিত করতে পারেনি। তার পরিচয় শনাক্তের জন্য অনুসন্ধান চলছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তরুণীর পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ভেলু মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভৈরবে কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত স্কুল শিক্ষিকা ফারজানা

ভৈরবে কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত স্কুল শিক্ষিকা ফারজানা