ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁর মান্দায় তরুণপ্রজন্মের অহংকার বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 28, 2025 ইং
নওগাঁর মান্দায় তরুণপ্রজন্মের অহংকার বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
তরুণপ্রজন্মের জ্ঞাতার্থে—
এগিয়ে চলা জাতীয়তাবাদী এক সৈনিক ডাঃ ইকরামুল বারী টিপু। রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র থাকাকালীন তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৯৩ সালে তাঁর হাতেই মান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়। মোস্তাফিজুর রহমান ফিরোজকে সভাপতি এবং নূর বক্স মণ্ডলকে সাধারণ সম্পাদক করে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হারুনুর রশিদ হারুন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অগ্নিকন্যা খ্যাত নেত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে মান্দা উপজেলায় ছাত্রদলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়—যা ছিল ডাঃ টিপুর অসামান্য অবদান।

পরবর্তীতে তাঁর তত্ত্বাবধানেই জাতীয়তাবাদী যুবদলের কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। মাহবুব আলম চৌধুরীকে সভাপতি এবং মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক করে, রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনুকে প্রধান অতিথি এবং নওগাঁ জেলা যুবদলের সভাপতি নাজমুল হক সনিকে বিশেষ অতিথি রেখে সম্মেলনের মাধ্যমে মান্দায় যুবদলের সূচনা করেন তিনিই।

নওগাঁ সদরের তৎকালীন এমপি আলহাজ্ব সামস উদ্দিন আহমেদ এর পৃষ্ঠপোষকতায় সেই সময়ের স্থাপন প্রতিমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সিটি মেয়র মিজানুর রহমান মিনু, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হারুনুর রশিদ হারুনসহ অনেকের সরাসরি তত্ত্বাবধানে ডাঃ টিপু মান্দা উপজেলায় বিএনপির রাজনীতিকে বিশেষ উচ্চতায় নিয়ে যান।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি মরহুম সামসুল আলম প্রাং মান্দায় ধানের শীষের এমপি নির্বাচিত হন। তাঁকে সুইডেন থেকে ফিরিয়ে এনে এমপি নির্বাচনে ভূমিকা রাখার পেছনেও ডাঃ টিপুর অবদান সবারই জানা।

১৯৯৭ সালে ডাঃ টিপু ১৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়ামতপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। সরকারি চাকরিতে থেকেও তিনি নানা ঝুঁকি মাথায় নিয়ে নওগাঁ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব দৃঢ়তার সঙ্গে পালন করেন। সরকার তাঁকে দূরে বদলি করলে মান্দায় রাজনীতি করার স্বার্থে তিনি চাকরি থেকে ইস্তফা দেন।

ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি হত্যা মামলার আসামিও হন। পরবর্তীতে ২০১০ সালে আদালতে মামলা মিথ্যা প্রমাণিত হলে তিনি নিঃদোষ হিসেবে খালাস পান।

২০০৯ সালে তিনি জনগণের ভোটে মান্দা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয়ে মান্দাবাসীকে সম্মানজনক অবস্থানে উন্নীত করেন। করোনাকালীন সময়ে জনসেবায় নিয়োজিত থেকে তিনবার করোনা আক্রান্ত হয়েও মানবতার সেবায় তিনি থেমে যাননি। তিনি শ্রেষ্ঠ ডাক্তারদের তালিকায়ও স্থান লাভ করেন।

২০১৮ সালে তিনি মরহুম সামসুল আলম প্রাং-এর পর ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত হন, যা টেলিভিশনের স্ক্রিনেও প্রদর্শিত হয়েছিল। পরবর্তীতে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে প্রাং-কে একক প্রার্থী রাখতে সহায়তা করেন। ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে তিনি আওয়ামী পুলিশ ও র‍্যাবের হাতে ব্যাপক নির্যাতনের শিকার হন।

বিগত আন্দোলন-সংগ্রামে তিনিই ছিলেন একমাত্র নেতৃত্বদানকারী ব্যক্তি—এটা সবাই স্বীকার করে। যখন উপজেলা দায়িত্বপ্রাপ্ত নেতারা আত্মগোপনে, এমনকি ফোনেও অপ্রাপ্য ছিলেন, তখন স্থানীয় নেতাকর্মীদের একমাত্র নির্ভরতার জায়গা ছিলেন ডাঃ টিপু। তিনি জীবনের ঝুঁকি নিয়ে গ্রেফতারকৃত নেতাকর্মীদের জামিন নিশ্চিত করেছেন এবং তাদের পরিবারের খোঁজ নিতে বাড়ি বাড়ি ছুটেছেন—এটাই বাস্তবতা।

এমবিবিএস ডিগ্রি অর্জনের পর থেকে আজ পর্যন্ত তিনি সকাল থেকে রাত অবধি সাধারণ মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত। অন্যেরা যখন লুটপাট, দখল ও সুবিধা ভোগে ব্যস্ত, তখন তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অসুস্থ মানুষদের সেবা করতে গ্রামে গ্রামে ছুটে বেড়িয়েছেন। উঠান বৈঠকের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা প্রচার করেছেন।

বর্তমানে তিনি মান্দা উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য, ড্যাব নওগাঁ জেলা সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। তিনি ৪৯-নওগাঁ-৪ (মান্দা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী।

প্রচারে: মোঃ আব্দুল মতিন মুরাদ
সভাপতি, জাতীয়তাবাদী সমবায় দল, মান্দা উপজেলা শাখা

নিউজটি পোস্ট করেছেন : মোঃ রনি ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়