মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধানের শীষের বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকেলে কটিয়াদী উপজেলা বিএনপির উদ্যোগে বাসস্ট্যান্ড সংলগ্ন খান এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিনের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।
পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের স্লোগানে এসময় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন। কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলিপের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিএনপি এবং এর সকল অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা নির্বাচন নিয়ে বিভিন্ন মহলের ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধরেন। বিশেষ করে জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে তারা বলেন, "সহজ-সরল ভোটারদের এনআইডি (NID) ও বিকাশ নম্বর সংগ্রহ করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।" যেকোনো ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্র রুখে দিতে ভোটার ও দলীয় কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন নেতৃবৃন্দ। বক্তারা সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অ্যাডভোকেট জালাল উদ্দিনকে জয়যুক্ত করার আহ্বান জানান।
পথসভা শেষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি কটিয়াদী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণের মাধ্যমে প্রার্থীর পক্ষে দোয়া ও সমর্থন চাওয়া হয়।
দৈনিক চ্যানেল দিগন্ত