ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2026 ইং
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মহাসড়কের নিলফা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের কুশলী মালেক বাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশের কিলো ডিউটির একটি টিম এবং সাংবাদিকরা তাকে উদ্ধার করে পুলিশ ভ্যানে করে টুঙ্গীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম সাঈদ মোল্লা (২৬)। তিনি আজাদ মোল্লার ছেলে এবং টুঙ্গীপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা মহাসড়কে যান চলাচলে আরও সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও