ঢাকা | বঙ্গাব্দ

বেলাবোতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
বেলাবোতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বেলাবোতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বেলাবো সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।

বেলাবো উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন পরিচালনার বিভিন্ন কারিগরি দিক, নির্বাচনী আচরণবিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) সুনির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, "নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ভূমিকা অপরিসীম। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল ফারুক নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও নরসিংদী জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ শাহীন আকন্দ নির্বাচনী আইন ও পদ্ধতিগত বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থী ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এই প্রশিক্ষণ অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড