ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালী আ্যপোলো হাসপাতালের ৬ বছর পূর্তি উপলক্ষ্যে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2025 ইং
বাঁশখালী আ্যপোলো হাসপাতালের ৬ বছর পূর্তি উপলক্ষ্যে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728
বাঁশখালীর অ্যাপোলো হাসপাতালের ৬ বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতচট্টগ্রামের বাঁশখালী পৌরসভার বাহার উল্লাহ পাড়ায় অবস্থিত বাঁশখালী অ্যাপোলো হাসপাতাল তার প্রতিষ্ঠার ছয় বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী এক বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজন করেছে।

সোমবার সকালে উদ্বোধনের মাধ্যমে ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দিনজুড়ে হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।ক্যাম্পে মেডিসিন, শিশু, সার্জারি, অর্থোপেডিক, বাত-ব্যথা, ডায়াবেটিস, গাইনী ও প্রসূতি, হরমোন, হৃদরোগ, সনোলজি, অ্যালার্জি, চর্ম ও যৌন, চক্ষু বিভাগসহ নানা শাখার চিকিৎসকরা অংশ নেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বাঁশখালী অঞ্চলের মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে অ্যাপোলো হাসপাতাল শুরু থেকেই কাজ করে যাচ্ছে। বর্তমানে এখানে ২৪ ঘণ্টা জরুরি সেবা, প্যাথলজি বিভাগ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত চেম্বার পরিচালিত হচ্ছে।

তারা আরও জানান, বাঁশখালীতে একমাত্র এই হাসপাতালেই 6D কালার আল্ট্রাসনোগ্রাম সুবিধা রয়েছে। এছাড়া দিবা ও রাত্রিকালীন ২৪ ঘণ্টা মহিলা বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নরমাল ডেলিভারি ও আল্ট্রাসনোগ্রাফি সেবা দেওয়া হচ্ছে।দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগী বিভিন্ন বিভাগে চিকিৎসাসেবা নেন।

স্থানীয়দের মতে, “বাঁশখালীতে এই ধরনের চিকিৎসা উদ্যোগ সাধারণ মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। অ্যাপোলো হাসপাতাল ইতিমধ্যেই স্বল্প ব্যয়ে মানসম্মত স্বাস্থ্যসেবার ক্ষেত্রে মানুষের আস্থা অর্জন করেছে।

নিউজটি পোস্ট করেছেন : মোনতাহেরুল হক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা