ঢাকা | বঙ্গাব্দ

কাল ভৈরবে সশরীরে আসছেন দেশনায়ক তারেক রহমান কিশোরগঞ্জজুড়ে রাজনৈতিক জোয়ার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
কাল ভৈরবে সশরীরে আসছেন দেশনায়ক তারেক রহমান কিশোরগঞ্জজুড়ে রাজনৈতিক জোয়ার ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
নিজস্ব প্রতিবেদক, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের রাজনৈতিক ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে একটি স্মরণীয় অধ্যায়। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় ভৈরব স্টেডিয়ামে আয়োজিত বিশাল জনসভায় সশরীরে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে সরাসরি দেখার খবরে পুরো কিশোরগঞ্জ জেলাজুড়ে ব্যাপক উদ্দীপনা ও আলোড়ন সৃষ্টি হয়েছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ভৈরব যেন উৎসবের নগরীতে রূপ নিয়েছে। স্টেডিয়ামে বিশাল প্যান্ডেল নির্মাণের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে সাজসজ্জা করা হয়েছে। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠেছে ভৈরবের পরিবেশ। সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই কথা—প্রিয় নেতা আসছেন আমাদের মাঝে।

এই জনসভাকে সফল করতে জেলা ও উপজেলা বিএনপির তত্ত্বাবধানে চলছে ব্যাপক প্রস্তুতি। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও ভৈরবে অবস্থান করে সার্বিক প্রস্তুতি তদারকি করছেন।

জনসভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। দলীয় স্বেচ্ছাসেবক বাহিনীর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ। কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে জনসভায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের এই সশরীরে উপস্থিতি তৃণমূল রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। দেশ ও দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে তার দিকনির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কয়েক লক্ষ মানুষ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামীকাল বিকেলে ভৈরব স্টেডিয়াম এক বিশাল জনসমুদ্রে পরিণত হবে এবং এই জনসভা কিশোরগঞ্জের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই সনদ ও গণহত্যার বিচার ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব

জুলাই সনদ ও গণহত্যার বিচার ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব