আজ ২৯ নভেম্বর শনিবার মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজার পালপাড়ার এবং তেঁতুলিয়া ইউনিয়নের নারায়ণপুর পালপাড়ার মৃৎশিল্প কারিগরা এখনো প্রাচীন পদ্ধতিতে মাটির হাড়ি,পাতিল,কলস তৈরি করেন। প্রাচীনকালের এই পদ্ধতি অবলম্বন করতে তাদের অনেক কষ্ট হয়, তাই উপজেলা ভর্তা তাদের এ কষ্ট দূর করানোর জন্য বা সহজীকরণে মৃত্তিকা প্রক্রিয়াকরণ যন্ত্র বিতরণ করেন।
মৃৎশিল্প কারিগরা এ যন্ত্রটি উপহার পেয়ে তারা অনেক খুশি এবং তারা বলে আমাদের প্রাচীন পদ্ধতি আমরা ছেড়ে এখন অনেক সহজে কাজগুলো করে আমরা জীবিকা নির্বাহ করতে পারব।
উক্ত মৃত্তিকা প্রক্রিয়া যন্ত্র বিতরণ করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
মোঃ রনি ইসলাম