ঢাকা | বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুরু বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2025 ইং
ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুরু বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728

ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুরু জাতীয় দলের ক্যাম্প, দেরিতে যোগ দেবেন হামজা ও কোচ কাবরেরা


আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে ১৩ নভেম্বর একই ভেন্যুতে নেপালের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। এই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প


তবে ক্যাম্পের শুরুতে পাওয়া যাচ্ছে না দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা এবং ইংল্যান্ড-প্রবাসী তারকা দেওয়ান হামজা চৌধুরীকে। জানা গেছে, আগামী ৯ নভেম্বর ক্যাম্পে যোগ দেবেন হামজা। তার আগে দলের সঙ্গে যুক্ত হবেন কোচ কাবরেরা।


সম্প্রতি হংকংয়ের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর কাবরেরা ব্যক্তিগত ছুটিতে নিজ দেশ স্পেনে গেছেন। তিনি ৩ বা ৪ নভেম্বর ঢাকায় ফিরে দলের দায়িত্ব নেবেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েত প্রবাসী কর্মী সাজ্জাদ ৬০ দিন পর প্রতারিত হয়ে দেশে ফিরছ

কুয়েত প্রবাসী কর্মী সাজ্জাদ ৬০ দিন পর প্রতারিত হয়ে দেশে ফিরছ