নির্বাচনী রাজনীতিতে পারস্পরিক রাজনৈতিক শিষ্টাচারের দৃষ্টান্ত হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের নির্বাচনী আসনে (বরিশাল-৫) কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোট। রোববার (১৮ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
তিনি জানান, ১১টি দল নিয়ে নির্বাচনী ঐক্য গঠিত হলেও বর্তমানে একটি দল (ইসলামী আন্দোলন) আলাদাভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে। তবে জোট গঠনে ইসলামী আন্দোলনের প্রাথমিক ভূমিকা ও রাজনৈতিক সৌজন্যের প্রতি সম্মান জানিয়ে মুফতি ফয়জুল করিমের আসনে জোটের প্রার্থী না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডা. তাহের বলেন, "ইসলামী আন্দোলনের আমির নির্বাচনে অংশ নিচ্ছেন না, তবে দলটির নায়েবে আমির মুফতি ফয়জুল করিম একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা ওই আসনে তার সফলতা কামনা করি। এই সিদ্ধান্তটি পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার জায়গা থেকেই নেওয়া হয়েছে।"
সংবাদ সম্মেলনে ডা. তাহের আরও উল্লেখ করেন যে, জোটের সঙ্গে আরও অন্তত ১৫টি রাজনৈতিক দল যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। তবে কারিগরি কারণে তাদের এখন আসন দেওয়া সম্ভব না হলেও তারা রাজনৈতিক এই ঐক্যের সঙ্গেই থাকতে চায়।
এছাড়া তিনি প্রশাসনের সমালোচনা করে বলেন, একজন নির্দিষ্ট রাজনৈতিক নেতার এনআইডি কার্ড ২৪ ঘণ্টার মধ্যে তৈরি হওয়া অথচ সাধারণ মানুষের মাসের পর মাস অপেক্ষা করা—প্রশাসনিক ন্যায়ের পরিপন্থী। তিনি দাবি করেন, ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করবেন।
দৈনিক চ্যানেল দিগন্ত