কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :
মো. আবু ইউসুফ উদয়
চাঁদপুরের কচুয়া উপজেলার ১ নম্বর সাচার ইউনিয়নের সাচার ডিগ্রি কলেজে জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদী–এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় কলেজের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাচার ডিগ্রি কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কচুয়া উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন একজন সাহসী ও আপসহীন যোদ্ধা। তিনি ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়ে গণসংযোগ শুরু করেন। গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ চিকিৎসা শেষে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন। জুলাই গণ-অভ্যুত্থানের সহযোদ্ধাদের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক।
তিনি আরও বলেন, গুলিবিদ্ধ হওয়ার এক মাস পার হলেও এখনো শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের শনাক্ত করতে না পারা সরকারের চরম ব্যর্থতার পরিচয়। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসিন কবিরের সভাপতিত্বে এবং ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি মোহাম্মদ মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কচুয়া উপজেলা উত্তর থানা শাখার সভাপতি তৌফিক ওমর ফাহিম।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রফেসর মফিজুল ইসলামসহ ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিল শেষে শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দৈনিক চ্যানেল দিগন্ত