ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে অস্ত্র ও গুলিসহ যৌথবাহিনীর হাতে যুবক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
শ্রীপুরে অস্ত্র ও গুলিসহ যৌথবাহিনীর হাতে যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আকাশ (নাম প্রকাশিত) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (০৯ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে।
র‍্যাব-এর পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস জানান, শ্রীপুরের মাওনা বাজার এলাকায় একটি দুষ্কৃতিকারী চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে আকাশ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার আকাশ মূলত অস্ত্র ভাড়ায় দেওয়ার সঙ্গে জড়িত ছিল। সে সীমান্ত পার হয়ে বিভিন্ন উৎস থেকে অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ভাড়া দিত। ভাঙারির ব্যবসার আড়ালে সে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছিল। অভিযানকালে তার ভাঙারির দোকানের এক কোণায় থাকা একটি ড্রামের নিচ থেকে লোড অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল নাফিস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানালেও তার বিরুদ্ধে পূর্বে অস্ত্র ও হত্যা মামলা থাকার তথ্য পাওয়া গেছে। বর্তমানে সে ওই মামলায় জামিনে রয়েছে। অস্ত্র সংগ্রহ ও ব্যবহারের বিষয়ে বিস্তারিত জানতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে যৌথবাহিনীর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মিন্টু মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে র‍্যাবের অভিযানে আটক আত্মগোপনে থাকা বাঁশখালীর ডাক

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে আটক আত্মগোপনে থাকা বাঁশখালীর ডাক