চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর জন্মবার্ষিকী এবং বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভোলাহাট উপজেলার ২ নম্বর গোহালবাড়ি ইউনিয়নের খালে আলমপুর ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলটি সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের পদপ্রার্থী। তিনি তার বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও বলিষ্ঠ নেতৃত্বের কথা স্মরণ করেন এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও ত্যাগের কথা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়ার সংগ্রামী ভূমিকা ভবিষ্যতেও দেশের গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
শামীম রেজা