চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গোহালবাড়ী জিয়া পরিষদের আয়োজনে এ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গোহালবাড়ী জিয়া পরিষদের সভাপতি মোঃ মুনসুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সামাদ, মোঃ হারুনুর রশিদ, বিএনপির সাবেক ওয়ার্ড সেক্রেটারি মোঃ হাসান বিশ্বাস এবং ছাত্রদল নেতা মোহসিন আরাফাত।
দিনব্যাপী এই আয়োজনে গ্রামবাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলায় স্থানীয় শিশু-কিশোর ও যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শামীম রেজা