কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: মোঃ আবু ইউসুফ উদয়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং এলাকার সার্বিক উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের নয়াকান্দি বড় বাড়িতে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ন্যায়বিচার ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার দেশ ও সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এসব অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিতেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সংসদে জনগণের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবেন। বিশেষ করে কচুয়া উপজেলার গ্রামাঞ্চলের রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মৌলিক সেবা নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দেবেন বলে প্রতিশ্রুতি দেন। মুহাদ্দিস আবু নছর আশরাফী একটি ন্যায়ভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে জনগণের সচেতন অংশগ্রহণ কামনা করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর নেতা ও ১০ দলীয় জোটের অন্যতম সমন্বয়ক মুফতি আনিসুর রহমান কাসেমী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ১নং সাচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মনির হোসেন হেলালি এবং ১নং সাচার ইউনিয়ন আমির মীর মোহাম্মদ অহিদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দৈনিক চ্যানেল দিগন্ত