ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে নারী ও তার সন্তানদের ওপর হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
বাঁশখালীতে নারী ও তার সন্তানদের ওপর হামলা ছবির ক্যাপশন:
ad728

বসতঘরে তালা, লুটপাট – পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিতের অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১১ নম্বর পুইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এক নারী ও তার সন্তানদের ওপর নৃশংস হামলা, বসতঘরে তালা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী জান্নাতুল মাওয়া অভিযোগ করেন, তার শাশুড়ি জীবিত অবস্থায় জালিয়াতির মাধ্যমে তার দেবর তাদের পৈত্রিক সম্পত্তি নিজের নামে লিখে নেন। এরপর থেকেই তাকে ও তার পরিবারকে বাঁশখালীতে না আসার জন্য নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছিলেন তারা।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শাশুড়ির মৃত্যুর খবর শুনে জানাজায় অংশ নিতে স্বপরিবারে নিজ বাড়িতে গেলে, পূর্বপরিকল্পিতভাবে তার দেবর ও দেবরের ছেলেরা ভাড়া করা সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে হামলা চালায়।

হামলাকারীরা হলেন— আফজালুর রহমান, জিল্লুর রহমান, মিনহাজুর রহমান ও সানজিদুর রহমান সানি (প্রকাশ মধু)। অভিযোগে বলা হয়েছে, তারা জান্নাতুল মাওয়া ও তার সন্তানদের হত্যার উদ্দেশ্যে চারদিক থেকে ঘিরে ফেলে এবং গুলি চালায়।

জান্নাতুল মাওয়ার ছেলে মোহাম্মদ আদিব কবির প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে বাঁশখালী থানার এসআই রুবেল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, জান্নাতুল মাওয়ার বসতঘরে ভাসুরেরা তালা ভেঙে মালামাল লুট করে নিয়ে অন্য তালা লাগিয়ে দিয়েছে। পুলিশের সহযোগিতায় তালা খুলে ভেতরে ঢোকার পর দেখা যায়— ঘরের কাঠ, আলমারি, টিভি, ফ্রিজ, গ্যাসচুলা, ফ্যান ও অন্যান্য আসবাবপত্রসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে।

জান্নাতুল মাওয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন,

“আমার সন্তানদের চোখের সামনে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তারা আমাদের দাদার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, ঘরের তালা ভেঙে সব কিছু লুট করে নিয়ে গেছে। আমি জীবনের নিরাপত্তা চাই, আমি ন্যায়বিচার চাই।”

বর্তমানে তিনি চারজন আসামির বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে বাঁশখালী থানার এসআই রুবেল বলেন,

“খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই এবং ভুক্তভোগীদের উদ্ধার করি। আমরা তাদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার পরামর্শ দিই এবং থানায় এসে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলি।”

স্থানীয় সচেতন মহল নারী ও শিশুদের ওপর এই বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : মোনতাহেরুল হক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য