ঢাকা | বঙ্গাব্দ

বেগমগঞ্জে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 25, 2026 ইং
বেগমগঞ্জে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
মোঃ অলি উল্লাহ ইয়াছিন, স্টাফ রিপোর্টার, নোয়াখালী

আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ চৌমুহনীতে নির্বাচনী প্রধান কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও নির্বাচনী কমিটির সদস্য সচিব মাওলানা আবু জায়েদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের ‘দাঁড়িপাল্লা’ মার্কার প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি সালাউদ্দিন, জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা আলাউদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুস শহীদ, এলডিপির বেগমগঞ্জ আহ্বায়ক বদিউল আলম মোল্লা এবং এনসিপির উপজেলা আহ্বায়ক নুর আলম মুন্নাসহ জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় মাওলানা বোরহান উদ্দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনের কর্মকৌশল নিয়ে জোটের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচন সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু করার লক্ষে জামায়াতে ইসলামী সবসময় একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। আমরা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের এই নির্বাচনকে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখছি।”

নির্বাচনী পরিবেশ সম্পর্কে তিনি আরও বলেন, “একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে বিএনপিকে তাদের আক্রমণাত্মক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানাই। আমরা জনগণকে সাথে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবো।”

সভায় নোয়াখালী জেলা ও বেগমগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন