ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে ডায়াবেটিক হাসপাতালের সামনে প্রাণ হারালেন শিপ্রা দাস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
বাঁশখালীতে ডায়াবেটিক হাসপাতালের সামনে প্রাণ হারালেন শিপ্রা দাস ছবির ক্যাপশন:
ad728

চট্টগ্রামের বাঁশখালীতে সকালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শিপ্রা দাস (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৬টার দিকে বাঁশখালী থানার দক্ষিণ পাশে ডায়াবেটিক হাসপাতাল ও মেডিকেল সেন্টারের সামনে পাক রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপ্রা দাস বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি মহাজনঘাটা ৮ নম্বর ওয়ার্ডের মৃত আশীষ দাসের স্ত্রী।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, সকালে ব্যক্তিগত কাজে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন,

“সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি নারীটি মারা গেছেন। আমরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।”

বাঁশখালী থানার এসআই বিভাষ কুমার সাহা জানান,

“অজ্ঞাত গাড়ি পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় যানবাহন শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”

নিহতের পরিবার জানায়, সকালে তিনি বাজারে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর শুনে তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। পরিবারের সদস্যরা বলেন,

“এ ঘটনায় আমাদের কোনো অভিযোগ নেই, এটি একটি দুর্ঘটনা হিসেবেই মেনে নিচ্ছি।”


নিউজটি পোস্ট করেছেন : মোনতাহেরুল হক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন