ঢাকা | বঙ্গাব্দ

ভোলাহাটে মহান বিজয় দিবস উপলক্ষে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 17, 2025 ইং
ভোলাহাটে মহান বিজয় দিবস উপলক্ষে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728
মহান বিজয় দিবস উপলক্ষে ভোলাহাট উপজেলাতে বিবাহিত বনাম অবিবাহিতদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জামবাড়ীয়া ইউনিয়ন-এর উদ্যোগে আয়োজিত এই খেলাটি ছিল আনন্দঘন ও উৎসবমুখর।

খেলাকে ঘিরে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ ছিল মুখরিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আফাজ উদ্দিন মিয়া, চেয়ারম্যান, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কাওসারুল ইসলাম রঞ্জু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক, ভোলাহাট উপজেলা বিএনপি এবং মোঃ সাদিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, জামবাড়ীয়া ইউনিয়ন বিএনপি।

এছাড়াও জামবাড়ীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।

বক্তারা সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও মহান বিজয় দিবসহ বিভিন্ন জাতীয় দিবসে এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : শামীম রেজা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভৈরবকে জেলা ঘোষণার আন্দোলনে আসামিদের বিনামূল্যে আইনি সহায়তা

ভৈরবকে জেলা ঘোষণার আন্দোলনে আসামিদের বিনামূল্যে আইনি সহায়তা