ঢাকা | বঙ্গাব্দ

পাটগ্রাম–হাতীবান্ধায় ভোটারদের দোরগোড়ায় হাবীবা সুলতানা সুমী: উঠান বৈঠকে ব্যাপক সাড়া

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
পাটগ্রাম–হাতীবান্ধায় ভোটারদের দোরগোড়ায় হাবীবা সুলতানা সুমী: উঠান বৈঠকে ব্যাপক সাড়া ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
সাঈদ হোসেন, লালমনিরহাট প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট-১ (পাটগ্রাম–হাতীবান্ধা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন তাঁর সহধর্মিণী হাবীবা সুলতানা সুমী। দুই উপজেলার ২০টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামে তাঁর এই ধারাবাহিক প্রচারণায় নির্বাচনী মাঠে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, হাবীবা সুলতানা সুমী প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দোরগোড়ায় গিয়ে মতবিনিময় করছেন। গ্রাম ও মহল্লায় আয়োজিত এসব উঠান বৈঠকে সাধারণ মানুষ বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৈঠকে এলাকার নাগরিক সুবিধার অভাব, জীবনমান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রত্যাশার কথা প্রার্থীর সহধর্মিণীর কাছে সরাসরি তুলে ধরছেন স্থানীয় বাসিন্দারা।

হাবীবা সুলতানা সুমী ভোটারদের কথা ধৈর্য ধরে শোনেন এবং ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক দর্শন সম্পর্কে তাঁদের আশ্বস্ত করেন। তিনি বলেন, "আপনাদের মূল্যবান ভোট ও সমর্থনে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জয়ী হলে পাটগ্রাম-হাতীবান্ধাকে একটি আধুনিক ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলা হবে। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে আমরা বদ্ধপরিকর।"

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রার্থীর সহধর্মিণীর এই ব্যক্তিগত যোগাযোগ এবং সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার প্রবণতা নারী ও তরুণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে, যা নির্বাচনের দিন ব্যালট বক্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিস ইনফরমেশন ছাড়া কোনো কনটেন্ট অপসারণ চাওয়া হয়নি: অন্তর্বর্ত

মিস ইনফরমেশন ছাড়া কোনো কনটেন্ট অপসারণ চাওয়া হয়নি: অন্তর্বর্ত