ঢাকা | বঙ্গাব্দ

নবাবগঞ্জে গুচ্ছগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 4, 2025 ইং
নবাবগঞ্জে গুচ্ছগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিল উপজেলা প্রশাসন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গুচ্ছগ্রামে গত ২ ডিসেম্বর, মঙ্গলবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের সার্কিট শর্ট থেকে লাগা আগুন মুহূর্তেই পুরো গুচ্ছগ্রামে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১১টি ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং ৭টি গরু আগুনে দগ্ধ হয়ে মারা যায়। দুঃখজনকভাবে আগুনে একজন মানুষেরও মৃত্যু হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে  মানবিক সহায়তা হিসেবে ঘর নির্মাণের জন্য টিন এবং নগদ ৬,০০০ টাকা করে প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাজমুল হুদা

উপজেলা নির্বাহী অফিসার বলেন, “দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। পরবর্তীতেও আরও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।”

স্থানীয়দের মতে, আগুন লাগার পর মুহূর্তেই সবকিছু ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা আশ্রয়হীন হয়ে পড়েছে এবং মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনার কারণ উদঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : আব্দুল আলীম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজীপুর টঙ্গীতে প্রভাতী বাসে আটকা পড়ে পরীক্ষায় ৩০ মিনিট দে

গাজীপুর টঙ্গীতে প্রভাতী বাসে আটকা পড়ে পরীক্ষায় ৩০ মিনিট দে