ঢাকা | বঙ্গাব্দ

তরুণ সাংবাদিক কাউছার পাটোওয়ারীর শুভ জন্মদিন আজ।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
তরুণ সাংবাদিক কাউছার পাটোওয়ারীর শুভ জন্মদিন আজ। ছবির ক্যাপশন:
ad728
সংবাদ এর পিছনে যার অবিরাম ছুটে চলা, নেশা,পেশা যার সাংবাদিকতা। সেই ১৯ বছরের  তরুন সাংবাদিক মোঃ কাউছার পাটোওয়ারীর আজ শুভ জন্মদিন।

 সোনারগাঁও প্রেস এর নিজস্ব প্রতিনিধ ও দৈনিক চাঁদপুর সংবাদ ২৪ এর সাংবাদিক মোঃ কাউছার পাটোওয়ারীর আজ শুভ জন্মদিন। জন্মদিনে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন।

ছোট বেলা থেকেই নতুন কিছু করার চিন্তা ছিলো। গান কবিতা ক্রিকেট ফুটবল অভিনয় লেখালেখি এসব দিকে বেশি মনোযোগ ছিলো তার।

যতটুক লেখাপড়া করেছেন তাতে ভালো চাকুরী করার সুযোগ থাকা স্বত্তেও সমাজের মানুষের জন্য কিছু করার জন্য ই মূলত এই পেশায় আসেন তিনি। কারণ তিনি মনে করেন, সাংবাদিকতার মাধ্যমে মানুষের উপকার করার অনেক সুযোগ আছে।

২০২২ সাল থেকে সাংবাদিকতায় পেশায় পথ চলা। বর্তমান দৈনিক চাঁদপুর সংবাদ ২৪ও সোনারগাঁ প্রেস নিউজ পোর্টালের নিউজ ইডিটর হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। 

তরুণ সংবাদকর্মী মোঃ কাউছার পাটোওয়ারী এর শুভ জন্মদিনে, নিরন্তর শুভকামনা। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য