ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2026 ইং
গোপালগঞ্জে বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণ ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মো. শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো জানা যায়নি।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পোস্ট অফিস রোডে এ ঘটনা ঘটে। 

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, হঠাৎ করে জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মো. শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করে কয়েকজন দুর্বৃত্ত। ককটেলের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দুর্বৃৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ