গাইবান্ধা নূরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম সম্প্রতি কিছু সংবাদমাধ্যম, ফেসবুক ও অনলাইন পোর্টালে প্রকাশিত “কোটি টাকার অনিয়ম” শিরোনামের সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন। এ বিষয়ে তিনি গণমাধ্যমে একটি লিখিত প্রতিবাদপত্র প্রদান করেছেন।
প্রতিবাদপত্রে প্রধান শিক্ষক বলেন, প্রকাশিত সংবাদে উপস্থাপিত অভিযোগগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুশাসন, স্বচ্ছতা এবং শিক্ষার মান রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠানের সকল আর্থিক লেনদেন ও প্রশাসনিক কার্যক্রম ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা ও তদারকির আওতায় নিয়মিতভাবে সম্পন্ন হয়।
প্রধান শিক্ষক রবিউল ইসলাম দাবি করেন, বিদ্যালয়ের কোনো শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারী কোটি টাকার অনিয়মে জড়িত— এমন তথ্য সম্পূর্ণ মিথ্যা, অসত্য এবং মানহানিকর। সংবাদটি প্রকাশের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম নষ্টের অপচেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি সংশ্লিষ্ট সংবাদটি তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ভবিষ্যতে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
মোঃ শোয়েব হোসেন